অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

বাজব না আর

আমাকে বাজিও না আর

কবে থেকেই বলছি, বাজব না, বাজব না আর

সন্ধ্যামণির ঘর আলোকিত হল

সুগন্ধে ভ্রমর এল

বুক খুলে স্তন দেয় মেঘ

আমার উন্মুখ গান ঝরে গেছে

এই মাটি আর কতদিন নিষ্ফলা হবে !

তবু গানের সাঁকোর উপর দাঁড়িয়ে আছি
আজ যদি সরিয়ে দাও রঙ্ধনু রঙের চাদর
আমি বাড়ি ফিরে যাব

হোক বা না হোক বর্ষণ, তিমিরে ডুবেছে মুখ

আর বিকল্প চোখ আছে যা দিয়ে দেখব আকাশ ?

বরং মাথা নিচু হয়ে আসে

আর চোখের উপর নামে অসহায় দিন

সব মৃদঙ্গ হারায় সুর লয়

থেকে থেকে রুদ্রের গর্জন

সব অসহায় লেখা যায় ?

করতালি ছাপিয়ে ওঠে শূন্যতার ঘুম

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave A Comment