–::ভক্তিমূলক সঙ্গীত::–
বল মা শ্যামা এ কোন খেলা
বল মা শ্যামা এ কোন খেলা?
আনন্দেতে ভরে বুক
আমার ছোট্ট মেয়ের মুখে
দেখি যে মা তোরই রূপ ||
ওকে যখন আদর করি, তোকেই যেন বুকে ধরি | (২)
ডাকতে ওকে ডাকি তোকে
হয় কেন মা এ ভুল চুক |
আমার ছোট্ট মেয়ের মুখে
দেখি যে মা তোরই রূপ ||
মেয়ে মা হয় মা হয় মেয়ে, সময় ভেদে এ সংসারে,
বল দেখি মা মেয়ে হয়ে, এলি কি তুই আমার ঘরে? (২)
সত্যি মিথ্যে বুজি না মা, একই রূপের দুই প্রতিমা | (২)
দেখে ভাসি চোখের জলে, এতেও আমি পাই যে সুখ |
আমার ছোট্ট মেয়ের মুখে
দেখি যে মা তোরই রূপ ||
বল মা শ্যামা এ কোন খেলা (সঙ্গীত) [Bol Ma Shyama E Kon Khela (Song)]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1