Do what you feel in your heart to be right, for you’ll be criticized anyway.

— Eleanor Roosevelt

পৃথিবীতে সব মানুষ সমান নয়

পৃথিবীতে “সব মানুষ সমান নয়”।
এখানে তাদের মধ্যে অনেক ভেদাভেদ আছে।
কেউ ধনী,কেউ গরীব।
কেউ উচ্চপদস্থ, কেউ নিম্নপদস্থ।
কেউ রিক্সাওয়ালা,কেউ বা আবার গাড়ীওয়ালা।
কারোর সাথে কোন মিল নেয়।
কেউ ফর্সা, কেউ আবার কালো।
আমরা যতই বলি, মানুষ সবাই সমান “।
আমাদের মিথ্যার পাল্লা ততই ভারী হয়ে ওঠে।
Writer: Abul Kalam Chowdhury

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply