If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

তোমায় ভালবাসব বলে দেখতে চাইনা আর তোমায়

তোমায় ভালবাসব বলে দেখতে চাইনা আর তোমায়
তুমি বয়ে যেতে পার বেছে নেওয়া নর্দমায়
শান্ত করতে চাইনা কান্না কোনো মিথ্যে শান্তনায়
ছিন্ন ভিন্ন হতে পার আমার এ মানববোমায়
উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বারে কান্নার
কাউকে ‘ভালবাসতে হলে’ তুমি গান গেও আমার
সাঁতরে পার খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও
কাউকে ভালবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও
পাঠিও না আর শুভেচ্ছা, না দেখা কোরো না
কোন ভরসাতে তোমায় বলব আত্মহত্যা কোরো না
আজকে বৃষ্টি হচ্ছে আবার ঠিক সেই রাতেরই মতই
তোমার স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছে আমি দিচ্ছি করে সই
উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বারে কান্নার
কাউকে ‘ভালবাসতে হলে’ তুমি গান গেও আমার
সাঁতরে পার খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও
কাউকে ভালবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও

tomay valobashbo bole dekte chaina ar tomay lyrics fossils

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply