You will learn by reading But you will understand with love.

তুমি এমন কেন? আমি বললাম

আমি বললাম তুমি আমার অস্তিত্বে,
তুমি বললে জং ধরেছে আমার মস্তিষ্কে।

আমি বললাম তুমি কি আসবে বলো,
তুমি বললে আজ নয় কাল চলো।

আমি বললাম তোমার কিসের ভয়?
তুমি বললে যদি ছেড়ে যেতে হয়!

আমি বললাম যদি হারিয়ে যাই আমি,
তুমি বললে কোথায় যাবে হারিয়ে?

আমি বললাম তাহলে দেবে হাত বাড়িয়ে,
তুমি বললে আমার হাত বাঁধা শৃঙ্খলে।

আমি বললাম তাহলে কেন থামালে,
তুমি বললে ভালোবাসি তোমায় আড়ালে।

আমি প্রশ্ন করলাম দুরে কেন বসে,
তুমি বললে দূরূত্ব কে ভালোবেসে।

আমি বললাম ভালোবাসা কি এভাবে হয়?
তুমি হেসে বললে তো কোন নিয়মে হয়।

আমি বললাম আমি তোমাকে বুঝি না,
তুমি বললে বেশি বোঝা ভালো না।

আমি বললাম তুমি অন্ধকারের আলো,
তুমি বললে অন্ধকার তো কালো।

আমি বললাম তুমি কি অচেতন?
তুমি বললে না আমি সচেতন।

আমি জিজ্ঞেস করলাম কি ভাবো আমায় নিয়ে,
তুমি বললে তোমায় ভাবার কি আছে?

আমি বললাম রাত জেগেছিল কবু আমার জন্যে,
তুমি বললে রাত জাগা ভালো নয় ইহাতে ক্ষতি হয়।

আমি বললাম তুমি কি সেই তুমি?
তুমি বললে কেন! আমি তো সেই আমি।

আমি বললাম তুমি এমন কেন?
তুমি বললে যেন কষ্ট না পাও তাই এমন।

তুমি বললে রাত হয়েছে ঘুমিয়ে পড়!
আমি বললাম তাহলে ঘুমিয়েই পড়ি।

তুমি এমন কেন? আমি বললাম,
তুমি বললে রাত হয়েছে আমি চললাম।

     ~ মেহেদী শাওন 🌺🌺
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply