তুমি আমি আর
ক্ষয়ে যাওয়া চাঁদ
সময় এটা
ভীরু নিষ্পাপ
একদিকে কুয়াশা আর
একদিকে জোৎস্না
তাই তুমি যে
কিছু বঝোনা
এইসব হইচই ফেলে
চলো চলে যাই
গুনগুন গানের দেশে
চলো নেমে যাই
কৃষ্ণচূড়ার বনে
শীতের গায়ে গরম আদর
মনের দোকান দ্বারে
বিভোর মনে তোমায় আমি
ডেকেছি বারেবার
তাইতো তুমি শুনছো
এখন
আমার এই গান
Level Five
Khoye Jawa Chaad Song Lyrics in Bengali:
Song: Khoye Jawa Chaad
Band: Level Five
Lyrics: Shajidul Karim Dipu
Produced By Razin Halim and Yaber Hasan
Drums Recorded at Studio Baksho
Mix and Mastered by Rakat Zami (The Forge)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1