ক্ষয়ে যাওয়া চাঁদ

তুমি আমি আরক্ষয়ে যাওয়া চাঁদসময় এটাভীরু নিষ্পাপ একদিকে কুয়াশা আরএকদিকে জোৎস্নাতাই তুমি যেকিছু বঝোনা এইসব হইচই ফেলেচলো চলে যাইগুনগুন গানের দেশেচলো নেমে যাই কৃষ্ণচূড়ার বনেশীতের গায়ে গরম আদরমনের দোকান দ্বারেবিভোর মনে তোমায় আমিডেকেছি বারেবারতাইতো তুমি শুনছো এখনআমার এই গান Level Five | Khoye Jawa Chaad | Single LEVEL FIVE – KHOYE JAWA CHAAD (Official Lyric […]

স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি

স্বপ্ন আমার স্বপ্ন থাকে, চাওয়াগুলো বেশি স্বপ্ন দেখার সাহসটাকে এখন হারিয়েছি মানুষকে স্বপ্ন দেখায়, কেন সেটা দেখি সব দিয়ে তবু কেড়ে নেয়ার, খেলাটা খেলি চাইনা আমার বোঝার বুঝ, চাইনা কোনো আলো সব হাড়িয়ে ভালোই আছি, মিথ্যে বলাই ভালো চলছি আমি ব্যর্থ মানুষ, নাইবা বিনোদন তোমার কাছে কান্না আমার, অরণ্যে রদ হয়তো আমার কথাগুলো, দাম দেবেনা […]

তুমি আমি আর ক্ষয়ে যাওয়া চাঁদ

তুমি আমি আর ক্ষয়ে যাওয়া চাঁদ সময় এটা ভীরু নিষ্পাপ একদিকে কুয়াশা আর একদিকে জোৎস্না তাই তুমি যে কিছু বঝোনা এইসব হইচই ফেলে চলো চলে যাই গুনগুন গানের দেশে চলো নেমে যাই কৃষ্ণচূড়ার বনে শীতের গায়ে গরম আদর মনের দোকান দ্বারে বিভোর মনে তোমায় আমি ডেকেছি বারেবার তাইতো তুমি শুনছো এখন আমার এই গান Level […]

শুভ্র প্রভাত, হাঁটছি একা

শুভ্র প্রভাত, হাঁটছি একা। স্মৃতির পথে, হারিয়ে একা। মৃদু বাতাসে, যেন করছে খেলা- স্মৃতির পাতায় যেন পড়ছে ধুলো, দেয়ালে রাখা প্রাণহীন ছবিগুলো আলোর খেলা।। এবার এলো সূর্য উদয়ের পালা। মুচকি হাসি, একটু বাঁকা। ফুরিয়ে এলো স্বপ্নের পাতা। বাকি আর একটি পাতা। শুভ্র প্রভাত লিরিক্স- level five:Shuvro Hatchi Eka Smritir Pothe, Hariye Eka Meedu Batashe, jeno […]