You know you’re in love when you can’t fall asleep because reality is finally better than your dreams.

— Dr. Seuss

ঘোরগাড়ী

https://youtu.be/5HW0Im1XHvE
GhorGari | ঘোরগাড়ী | HIGHWAY | ভবের গান | Official Lyric Video

চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায় নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে

দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল, বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই

আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝাও আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায়
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখা যায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি

দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল, বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায় নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে

GhorGari lyrics | ঘোরগাড়ী | HIGHWAY | ভবের গান | Official Lyric Video

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply