অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায়

গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায়
হয়তো তুমিও গেছ ঘুমিয়ে
শুধু আমার দু’চোখে ঘুম আসেনা (২)
কেন ঘুম আসেনা
বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে।।

যে রাতে এ মন আসে মনের কাছে
দু’হাত জড়িয়ে ধরে হারায় পাছে
কিছু পায় কিছু আরো দিয়ে যেতে চায়
কামনার দুই কুল ভাসিয়ে।।

এই রাতে আঁধার চিরে একটু পরেই জানি আলোক উঠবে
স্বপ্নের মায়া মাখা তোমার আঁচল জুড়ে
এক মুঠো সোনা রোদ হেসে উঠবে।

জেনো তবু কিছু আর আমি চাইবোনা
তোমায় শোনাতে গান আর গাইবোনা
এ রাতে আমি একা কেউ সাথী নেই
তাই বুঝি ঘুম গেছে হারিয়ে।।

মান্না দে – গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়

govir hoyeche raat lyrics manna dey

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply