When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি

কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে
আমি তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে

তুমি আমার জীবনে ফোটা ফুল
ভালোবেসে করেছ আকুল

কত পথ চলেছি, কত সুখে ভেসেছি
কত তরী বেয়েছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে

শুধু তোমার ঐ হৃদয় ছায়ায়
অনুরাগে, ভাবে ভাসায়

কত কাছে এসেছি, কত চেয়ে থেকেছি
কত মগ্ন রয়েছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে

তুমি আমার বুকে ঝরনা হয়ে
সব ব্যথা দিয়েছ ধুয়ে
তুমি আমার বুকে ঝরনা হয়ে
সব ব্যথা দিয়েছ ধুয়ে
কত ভুল করেছি, কত দুঃখ সয়েছি
কত মালা গেঁথেছি আমি তোমায় নিয়ে

koto shopno dekhechi koto chobi ekechi lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply