Success is not the key to happiness. Happiness is the key to success.

— Albert Schweitzer

ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে

CHITTAGONG SONG | Ore Kornofuli Re Sakkhi Rakhilam Tore | Kanta Nandi | ওরে কর্ণফুলিরে | Lyric

ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে
অভাগীনীর দুঃখের হথা, হবি বন্ধুরে
ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে
ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে

সাক্ষী থাক আকাশ বাতাস, সাক্ষী তরুলতা
হার হাছে বুঝাইয়ম আঁই, মনের-অ ব্যথা
যদি ন-পাই বন্ধুরে, আঁই পুনাইয়ম হারে
যদি ন-পাই বন্ধুরে, আঁই পুনাইয়ম হারে
অভাগীনীর দুঃখের হথা, হবি বন্ধুরে
ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে

অক্কল সমত আইসত-যাইত, সাম্পান-নান চালায়
এ-ঘাট, ওই-ঘাট ঘুরত বন্ধু ভাটিয়ালি গায়
হ-দিন ন-দেখির তারে, আঁই মন দিলাম যারে
হ-দিন ন-দেখির তারে, আঁই মন দিলাম যারে
অভাগীনীর দুঃখের হথা, হবি বন্ধুরে
ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে

ইশারা দি ডাইকত বন্ধু, আঁরে গোপনে
হানে-হানে মনর হথা হইতাম দুইজনে
যাইতাম ঘরর বাইরে, তার বাঁশির-অ সুরে
যাইতাম ঘরর বাইরে, বাঁশির-অ সুরে
অভাগীনীর দুঃখের হথা, হবি বন্ধুরে
ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে

Song Title: Ore Kornophuli Re Sakkhi Rakhilam Tore
Singer: Kanta Nandi
Lyric & Music: Sanjet Acharjee
Film: Sampanwala
Star Cast: Alamgir-Shabana

গানঃ ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে
শিল্পীঃ কান্তা নন্দী
গীতিকার ও সুরকারঃ সনজিৎ আচার্য্য
সিনেমাঃ সাম্পানওয়ালা
অভিনয়েঃ আলমগীর-শাবানা

What’s your Reaction?
+1
8
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply