ইভুর চিঠি

	
	

























































			
			











Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

ইভুর চিঠি

ইভু,
নিয়ম করে আজকার আর
কোনো চিঠি আসে না।
লেটার বক্সটাও পড়ে আছে,
আমার ভেতরটার মতো শূন্য হয়ে।
নীল খামটাও
খোলা হয়না অনেকদিন,
এলোমেলো লেখাগুলো
অভিমানে হারিয়ে গেছে,
সাদা পাতায়।
কতদিন কাগজে কলমের
আচড় লাগেনি।
বেহিসাবি কত গল্প আজ
উঠেছে ঋণের খাতায়।
স্বপ্নগুলো আজ বাধ ভেঙে
পালিয়েছে অজানায়।
তুমি জানো ইভু,
কোনোকিছুই আর আগের মতো নেই!
তুমি নেই,আমি নেই,
চিঠি নেই,লেটার বক্স নেই,
আর কিছুই নেই।
আজকে হঠাৎ কান জানি
শিমুল তলায় শব্দের ভিড়,
বৃষ্টির ফুটাগুলোও শূন্য,খাখা,
ভেঙেছে পাখিদের নীড়।
শুনেছি এগুলো না কি
আগমনী বার্তা
কোনো নতুন চিঠির।

সৈয়দ মোঃ সাকিব আহমদ 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply