All that we are is the result of what we have thought.

— Buddha

সৈয়দ মোঃ সাকিব আহমদ

সৈয়দ মোঃ সাকিব আহমদ

About:

লেখক পরিচিতি ; সৈয়দ মোঃ সাকিব আহমদ। জন্ম ২০০২ সালের ০১ অক্টোবর বৃহত্তর সিলেট জেলায়। পিতা সৈয়দ আব্দুল মালিক। মাতা সৈয়দা রাহেনা বেগম। মেধাবী এই তরুণ ২০১৮ সালে সিলেটের পিডিবি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে পড়াশুনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোট গল্প দিয়ে সাহিত্য অঙ্গনে প্রবেশ এই তরুণের। লিখেছেন কবিতা,কলম ধরেছেন উপন্যাসেও। সিলেটের বিভিন্ন অনলাইন,আঞ্চলিক এবং জাতীয় পত্র-পত্রিকাগুলোতেও লিখালিখি করেন। তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। কাজ চলছে একক বইয়েরও। ‘প্রজন্ম কথা’ তার সম্পাদিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ। পড়ালেখার পাশাপাশি এই তরুণ সাহিত্য সাধনায়ও মনোনিবেশ করেছেন।

লেখকের কথা; পরিচিতি বৃত্তের বাইরে নিজের সম্পর্কে বলতে গেলে তেমন কিছুই খুঁজে পাইনা। লেখালেখির নেশা আছে। বই পড়তে ভালোবাসি। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ স্যার। কবিতা লিখি। মাঝেমাঝে গল্প সাজাই।কবিতা ভালোবাসি। তিনটা যৌথ কাব্যগ্রন্থে আমার কবিতা আছে। ‘প্রজন্ম কথা’ নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেছি ২০২০ বইমেলায়। একক কাব্যগ্রন্থ এখনো নেই। তবে অতিশীঘ্রই ‘মেঘছায়া’ নামে আমার একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হবে;ইনশাআল্লাহ। অপ্রকাশিত উপন্যাসও আছে।সেগুলোও একদিন গ্রন্থাকারে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। বর্তমানে পড়াশুনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।অনলাইন সাংবাদিকতার সাথে যুক্ত আছি। প্রিয় জিনিস আকাশ। সময়ে অসময়ে আমি আকাশ দেখি। সবমিলিয়ে এইতো জীবন। এক কথায় যদি আমাকে আমার জীবনের সারমর্ম লিখতে বলা হয়,তাহলে আমি লিখবো ‘কবিতা’। আমি বিক্ষিপ্ত শব্দগুচ্ছের কবিতার বুলি আওড়াই।

Published Article: