আমার শ্যাম যদি হইতো মাথার কেশ














































































Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ

আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
Amar Shyam Jodi Hoiti Mathar Kesh
ছায়াছবি: চন্দ্রকথা
কথা: মরমী কবি সৈয়দ শাহনূর
কন্ঠ: মেহের অাফরোজ শাওন/
সুবীর নন্দী
[আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২
[(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২
পুরাইতাম মনের খায়েশ!
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
[কুন্তলে সুগন্ধি লইয়া
কুসুম-চামেলি দিয়া গো]-২
[আমি হইতাম দাসী ভালবাসি]-২
চিরুনি করিতাম কেশ!
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
[শ্যাম-সুন্দর যমুনার মাঝে,
কত রঙের ঢেউ সাজে গো]-২
[(আরে) ঢেউয়ের চোটে কুহু ওঠে]-২
নিমেষে হয় নিরুদ্দেশ
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!
[সৈয়দ শাহ নূরে বলে,
শ্যামানলে অঙ্গ জ্বলে গো]-২
[(যদি) সেই রূপ সাপিনী হইয়া]-২
আমারে মারিত বেশ
[আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!]-২
[(হাতে) দর্পণ ধরি,রূপ নেহারি]-২
পুরাইতাম মনের খায়েশ!
আমার শ্যাম যদি হইতো মাথার কেশ!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply