Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

আধো-আলো-আঁধারের কোন এক নগরের

আধো-আলো-আঁধারের কোন এক নগরের
মেস ঘরে থাকি চারজন
ট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনা
দিয়ে ঘিরে রাখে সারাখ’ন
রাত কিবা কিবা দিন ঘেমো ঘরে আলোহীন
ভৌতিক কেরাণীরা রই
আবছায়ে নড়িচড়ি থুতনিতে রুখু দাড়ি
এই কোলাহলে নিরজন

অজানা ইথার শরীর শুধুই দেওয়াল জুড়ে
কাটে সারাদিন সময়ের কঠিন করাত
নিশাচর ইঁদুরেরা ছিঁড়ে চলে দিনভরা রোদহীন ছায়ার বনাত
তবু সব শনিবারে তারা সব আসে ফিরে
ছাতে উঠে যায় চারজন
টিভির অ্যান্টেনা যেন বা মাছের কাঁটা
বেড়ালের তরে আয়োজন

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার

জেনো সব কেরানীরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যতো অফিসার

শিরোনামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
কথাঃ রঞ্জন ঘোষাল
সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা)
কন্ঠঃ প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), রঞ্জন ঘোষাল ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
অ্যারেঞ্জমেন্টঃ গৌতম চট্টোপাধ্যায় ও আব্রাহাম মজুমদার
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব

adho alo adharer lyrics

ajana uronto bostu lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply