বিভাস আমার হাতটা এখনও ছাড়েনি।
সামনে ভয়ঙ্কর একদল মানুষ মশাল জ্বেলে, তরোয়াল, বল্লম, দা নিয়ে দাঁড়িয়ে আছে। ভিন্ন সম্প্রদায়ের একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। আর সেই কারণেই বেশ উত্তপ্ত পরিবেশ। কিন্তু এরা কারা?
—দাদা,আর উপায় নেই, মনে হচ্ছে ওপাড়ার মোল্লারা!
—না, আমার মনে হচ্ছে ঘোষপাড়ার গোয়ালারা!
—তাহলে উপায় কী?
—কেউ কারও নাম বলব না।পরিচয় দেব না।
—কিন্তু ওরা যদি কাপড় খোলে!..
আমি আর কোনো জবাব দিতে পারলাম না। মশাল এগিয়ে আসছে সামনের দিকে। চকচক করছে তরোয়াল-বল্লমের মুখ। ওদের স্লোগান নরকের চিৎকারের মতো মনে হল।
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1