Behind every atom of this world, hides an infinite universe.

তবু আমি -রমা সিমলাই

তবু আমি
রমা সিমলাই
প্রথম প্রেমিক আমাকে “আগুন” বলে ডাকতো ,
সে আমাকে শিখিয়েছিল জীবনের স্বরলিপি ছুঁয়ে
কীভাবে সুরে বাজতে হয় !
দ্বিতীয় প্রেমিক আমাকে “বৃষ্টি” বলে ডাকতো,
সে আমাকে শিখিয়েছিল কীভাবে পলাশবনের দিকে একা হেঁটে যেতে হয় !
তৃতীয় প্রেমিক আমাকে ডাকতো, “ঢেউ”
সে, হৃদয়ের একদম শেষ কিনারায় যে নিবিড় মেঘ,
তাকে ঝরে পড়া শিখিয়েছিল অঝোরঝরনে !
চতুর্থ প্রেমিক আমায় “সাঁঝবাতি” ডাকতো ,
সে আমাকে বুঝিয়েছিল সিঁড়ি ভাঙা খেলে
কীভাবে পৌঁছে যাবো অরণ্য থেকে পাহাড়ে !
আমার বাবা আমাকে “মুকুট” বলে ডাকতেন।
ছোট্টবেলায় অভিমানে টলটল চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলেন, “সবাই রাজা হওয়ার জন্য তোমাকে মাথায় করে রাখবে। তুমি যেন লাফিয়ে
নেমে পোড়ো না…….”!!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0