মাগো তুমি অমন করে ডেকো না আমায়
🎼 Mago Tumi Omon Kore Deko Na Amay
📀 ছায়াছবি: আকাশ প্রদীপ (১৯৬৩)
✍️গীতিকার: প্রণব রায়
🎹 সুরকার: রবীন চট্টোপাধ্যায়
🎙️কণ্ঠ: শ্যামল মিত্র
মাগো,মাগো
তুমি অমন করে ডেকো না আমায়
[তোমার চোখের জলে পথ যে আমার
পিছল হয়ে যায়]-২
তুমি অমন করে ডেকো না আমায়
মাগো,মাগো
[আমার কেবল মনে পড়ে]-২
প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে আছো
ফিরব কখন ঘরে?
যেন বকুল ডাকে হাত বাড়িয়ে
“আয় রে,ফিরে আয়”
বকুল ডাকে হাত বাড়িয়ে
[“আয় রে,ফিরে আয়”]-২
তোমার চোখের জলে পথ যে আমার
পিছল হয়ে যায়
তুমি অমন করে ডেকো না আমায়
মাগো,মাগো
[মথুরাতে এসেছি গো তোমারে পর করে]-২
বাইরে আমি রাজা,তবু ভিখারি অন্তরে
[মুখ বুজে,মা,থাকি(আমি)]-২
অন্তরে যে কেঁদে কেঁদে “মা” বলে আজ ডাকি
শিকল-কাটা পাখি আবার শিকল ফিরে চায়
তুমি অমন করে ডেকো না আমায়
মাগো,মাগো
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1