কি মায়ায় জড়ালে আমায়, অর্থহীন সব তুমি ছাড়া
কেটে যায় দিন এই ভালো লাগায়, তোমার মোহে আমি দিশেহারা
অসীম দিগন্তের পরে খুঁজে নেব আমি তোমায়
স্বপ্নীল মোহের স্রোতে, মিশে যাবো আজ অজানায়
তুমি তো জানো না, কোনো এক ভোরে সবার অগোচরে
তোমারই জন্যে, আকাশ আজ কালো মেঘে সাজে
শত প্রশ্নের উত্তর পেলাম, তোমার আশাতে
সত্যি হল আজ হাজার স্বপ্ন, তোমার ছোঁয়াতে
তবু যেন মনে হয়, কোনো এক অবেলায়
হারাতে চাই আমি, তোমারই ভালোবাসায়
তুমি তো জানো না, তোমার মাঝে হয় সকাল আমার
তোমারই জন্যে কেটে যায় সকল অথৈ আঁধার
তুমি তো জানো না, কোনো এক ভোরে সবার অগোচরে
তোমারই জন্যে, আকাশ আজ কালো মেঘে সাজে
তুমি তো জানো না, তোমার মাঝে হয় সকাল আমার
তোমারই জন্যে কেটে যায় সকল অথৈ আঁধার
Velvet Wings – Tomari Jonne (তোমারই জন্যে) | Official Narrative Lyric Video
Get ready for a heavenly journey with “Tomari Jonne,” a heart-warming ballad that tells the story of a man who falls in love with a fictional female character and experiences the power of true love.
This narrative lyric video will portray how the male protagonist discovers the beauty of love and feels it for the first time. Let the soothing melodies transport you to a world where love reigns supreme!
Lineup:
Rajdeep Chowdhury – Vocals and Rhythm Guitars
Tushar Dewanjee – Lead Guitars
Tonmoy Mazumder – Lead Guitars
Sadbee Bin Morshed – Bass
Nazeid Mohammad Sayed – Drums
Tune & Composition: Velvet Wings
Lyricists: (Rubayet Jasmine Piew, Jennifer Imam)