If anything is worth doing, do it with all your heart.

— Buddha

ভরিয়া পরান শুনিতেছি গান

শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল গীতি

ভরিয়া পরান শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরান শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
স্বপন মাখিয়া সোনারই এ পাখায়
আকাশে উধাও চিত-চকোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরান শুনিতেছি গান
হিজল বিছানো বন পথ দিয়া
হিজল বিছানো বন পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া
নদীর পারে বন কিনারে
নদীর পারে বন কিনারে
ইঙ্গিত হানে শ্যাম কিশোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরান শুনিতেছি গান
চন্দ্রচূড় মেঘের গায়
মরাল-মিথুন উড়িয়া যায়
চন্দ্রচূড় মেঘের গায়
মরাল-মিথুন উড়িয়া যায়
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
বহিছে পবন গন্ধ চোর
বহিছে পবন গন্ধ চোর
আসিবে আজি বন্ধু মোর
ভরিয়া পরান শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর
Music
SONG
Bhoriya Paran Shunitechhi Gaan
ARTIST
Manabendra Mukherjee
ALBUM
Bharia Paran Sunitechi Gaan -Manabendra Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply