ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

দুটি জলে ভেজা চোখ

গীতিকার : খুঁজে পাই নি
সুরকার : খুঁজে পাই নি
🎤 সতীনাথ মুখোপাধ্যায়

দুটি জলে ভেজা চোখ
আজো কেন বারেবারে মনে পড়ে
কার শেষ অনুরোধ আজো
কেন বারেবারে মনে পড়ে
আমি আজো তরী বেয়ে যাই
কি নিয়ে গান বলো গাই
একা একা কোথা যাই
পাথেয় আমার আজ কিছু নাই।
(আমি) আজো তরী বেয়ে যাই।।
সাথীহারা জীবনের অসহ যে বেদনা
সারাটি জীবন আমি সে বোঝা বয়ে যাই।
সে বোঝা বয়ে যাই…
সারাটি জীবন আমি সে বোঝা বয়ে যাই।
আজো তরী বেয়ে যাই।।
এতো জ্বালা সয়েছি তবু হার মানিনি
জনমে জনমে আমি তোমারে যেন পাই।
তোমারে যেন পাই…
জনমে জনমে আমি তোমারে যেন পাই।
আজো তরী বেয়ে যাই।।
কি নিয়ে গান বলো গাই
একা একা কোথা যাই
পাথেয় আমার আজ কিছু নাই
দুটি জলে ভেজা চোখ মনে পড়ে …..
দুটি জলে ভেজা চোখ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply