তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

দম্পতি

মুশকিল

আসানের বাড়ি খুঁজতে এসেছে

শহর তোলপাড় হয়ে গেল

হাসপাতালেই বসেছে বিবাহ বাসর

দ্রুত এক নপুংশক সাঁকো পেরিয়ে গেল

মাথাব্যথার শুধু মাথাটুকু দেখা যাচ্ছে

হিয়া নেই, হিয়া নেই, শুধু কাজল

নারীটি কাজল শুধু

আমাদের চিন্ময়ী দ্রাক্ষা ক্ষেত বড়ো অন্ধকার

বাজাতে বাজাতে বাঁশি

সুরও এখন কাতর ঝরনা

নামছে লোকালয় পাহাড়ে পাথরে

আমরা দেখছি আর লাল সূর্যকে

ভেবে নিচ্ছি আলতা রাঙা পা তার

অনেক রাতে প্রাচীন গোরুর গাড়ি থেকে

নেমে আসছে আসান

মুশকিল তারই স্বামী, জ্যোৎস্নার মালা পরে

ভারি সুন্দর হাসছে

দাঁতগুলি ঝিকিমিকি, ঝিকঝিক

ধ্বন্যাত্মক অব্যয়

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply