Journey from the self to the Self and find the mine of gold. Leave behind what is sour and bitter and move toward the sweet.

যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : রবীন চট্টোপাধ্যায়
🎤হেমন্ত মুখোপাধ্যায়
🎬 ইন্দ্রধনু ( ১৯৬০)

যদি কোনদিন ঝরা বকুলের গন্ধে
হও তুমি আনমনা।
জেনো ওগো গরবিনী,
সে নহে সুরভি সে যেন গো এই
মিলন তিথির কামনা।
রাত জাগা এক পাখী
হয়তো সেদিন হারানো সাথীরে
কাঁদিয়া ফিরিবে ডাকি।
সে নহে কূজন,
সে যেন গো এই
মিলন তিথির কামনা।
কোন উতলা মাধবী রাতে
স্মৃতি যদি ব্যথা আনে
তুমি কেঁদোনা গো অভিমানী
যদি কোন অবসরে
কিছু ব্যথা আর কিছু গান লয়ে
বাতাস বিলাপ করে
সে নহে রোদন সে যেন গো
এই মিলন তিথির কামনা।
Music
SONG
Jodi Konodin Jhara Bakuler Gandhe lyrics
ARTIST
Hemanta Mukherjee,Robin Chatterjee
ALBUM
Best Of Hemanta Mukherjee –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply