Go confidently in the direction of your dreams! Live the life you’ve imagined

— Henry David Thoreau

জীবনের সার তুমি

জীবনের সার তুমি
Jiboner Sar Tumi
ছায়াছবি: ছোট বউ
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: স্বপন চক্রবর্তী
কন্ঠ: আশা ভোঁসলে
[জীবনের সার তুমি প্রভু গো আমার
প্রণাম জানাই আমি চরণে তোমার]-২
ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা
জানিনা ললাতে আছে কী লিখন লিখা!
তুমি তো ভালোই জানো কী লেখা লিখেছো
আমরা জানিনা কিছু জানি তুমি আছো
আমাদের সবকিছু তুমি নাও ভার
প্রণাম জানাই আমি চরণে তোমার
জীবনের সার তুমি প্রভু গো আমার
প্রণাম জানাই আমি চরণে তোমার।
এ জীবনে বেঁচে আছি তোমারি দয়াতে
দাও যদি আরও দুঃখ,দুঃখ নাহি তাতে
পূণ্য যদি করে থাকি হয়ে একমনা
তোমারি করুণা যেন পাই এক কণা
তোমারি অভয়ে প্রভু দুঃখ হব পার
প্রণাম জানাই আমি চরণে তোমার।
জীবনের সার তুমি প্রভু গো আমার
প্রণাম জানাই আমি চরণে তোমার।
সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন
হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন।
তুমি যদি হও প্রভু একটু সদয়
কাউকে করিনা মরার এতটুকু ভয়।
চরণে প্রণাম করি তাই বারে বার
প্রণাম জানাই আমি চরণে তোমার।
জীবনের সার তুমি প্রভু গো আমার
প্রণাম জানাই আমি চরণে তোমার।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply