ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ

তুমি অনেক যত্ন করে
Tumi Onek Jotno Kore (1974)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মান্না দে
শিল্পী: মান্না দে
তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছ
দিতে পারনি,দিতে পারনি
কী তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি ?
তুমিও কি একটুও হারনি
তুমিও কি একটুও হারনি।
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ,
ফুলেতে আগুন তুমি জ্বেলেছ।।
ফাগুনের সব কেড়ে নিয়েছ
স্মৃতিটুকু তার কেন কাড়নি ?
কী তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি ?
তুমিও কি একটুও হারনি
তুমিও কি একটুও হারনি।
অন্তরে আলো জ্বেলে রেখে
দৃষ্টিকে গেছ শুধু,
আঁধারেতে ঢেকে।।
নিজেকে প্রশ্ন করে দেখনা,
যার নাম তুমি আর লেখনা।।
কেন তাকে ধরে আছ হৃদয়ে
বিদায়ের পথ কেন ছাড়নি ?
কী তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি ?
তুমিও কি একটুও হারনি
তুমিও কি একটুও হারনি।

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply