Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

উল্লম্ফন

এত উল্লম্ফন কখনও দেখিনি

সবাই উঠে আসছে নিরন্তর

সীমাহীন প্রাচূর্যের উল্লাস নগরে

এইখানে অবিরাম সূর্য

সূর্যের বার্ধক্য নেই

কিছুটা যৌনগোধূলি যদিও

গোলাপি রঙের মায়ায়

বিশ্রামের পাঁচালি পাঠ করে

তারপর নিরুক্ত শয়ন ঘর

প্রাণশস্যে ক্ষুধা নিবৃত্তির আয়োজন

এসব তবুও দূরের সমাচার মনে হয়

আমাদের কারুণ্য নির্ভর পর্যটন

কোথাও ঝরনার আবেগ খুঁজে ফেরে

বাহ্যত সংকট শুধু আর সব মৃত্যুযাপন

দুরপনেয় বোধ কাঙ্ক্ষিত শোভার কাছে

মাথা নত করে দেয়

উল্লম্ফন চলতে থাকে

         বস্তুত জাগতিক প্রশ্রয়

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply