“Be yourself; everyone else is already taken.”

— ― Oscar Wilde

কালো মেয়ের পায়ের তলায়

কালো মেয়ের পায়ের তলায় (শ্যামা সঙ্গীত)
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
রূপ দেখে দেয় বুক পেতে শিব
রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়

কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে
কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে
একটুখানি রূপের ঝলক
মায়ের একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়

পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ।
সিন্ধুতে মা’র বিন্দুখানিক
ঠিকরে পড়ে রূপের মানিক
বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্‌–বসন।।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।

Song: Kalo Meyer Payer Tolay
Type: Nazrulgiti (Shayamasangeet)
Raga: Joinpuri (জৌনপুরী)
Taal: Dadra (দাদরা)

কালো মেয়ের পায়ের তলায় (শ্যামা সঙ্গীত) [Kalo Meyer Payer Tolay (Shyama Sangeet)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply