A friend is someone who knows all about you and still loves you.

— Elbert Hubbard

হঠাৎ ঝিমিয়ে পড়া গানে

হঠাৎ ঝিমিয়ে পড়া গানে
ছন্দ বাঁধলো কেউ,
হঠাৎ তাসের দেশে এলো
অবাদ্ধতার ঢেউ।
তুইও কি খবর পেলি
কিসের এই রদবদল ?
চেনা তাও নতুন যে পথ
হেঁটে দেখবি কিনা বল?
এই অগোছালো মন
এতকাল করেছি গোপন,
মেলেছি দখিন বারান্দায়
মিহি বোনা হাওয়ার অপেক্ষায়।
তুইও কি আশঙ্কায়
একই ভাবে স্তব্ধ নিরুপায়,
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে সাজাবি কি আয়।।
উধাও হওয়া রাস্তা ধরে
কতদূর যাবি ?
অভিমানের দরজা খোলা
পিছুটান চাবি।
ক্রমশ এ ভিড় হচ্ছে ফিকে
অন্তঃস্বার শূন্যতায়,
বুকের মাপা সেই যে পথ
শুধু তোকে খুঁজতে চায়।
আজ স্মৃতি বেদুইন
তুই ছাড়া বড্ড বেরঙীন,
হন্নে হয়ে সরাচ্ছি ধূলো
তোর সাথে মুহূর্ত গুলো।
তুইও কি আশঙ্কায়
একই ভাবে স্তব্ধ নিরুপায়,
যত্ন আন হাতের আঁজলায়
একসাথে ফিরবি কি আয়।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply