সুখ কখনও আবিষ্কার করা যায় না। এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে।

— গৌতম বুদ্ধ

হাসছে ভোরের আকাশ প্রথম রবি কিরণে

হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে,
প্রতিটা ভোর স্বপ্ন আঁকে
বয়ে চলা নদীর বুকে ..
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে।
ভিড় ঠেলে শহরের স্বপ্নেরা ছুটছে
হারিয়ে নিজেকে কেউ সুখ কিনে ফিরছে,
ইট কাঠ পাথরে মুখ ঢাকে ইতিহাস
মুখোশের আড়ালে কেউ ভেঙে চলে বিশ্বাস।
ঘামে ভেজা শরীরের দুচোখের স্বপ্ন
ভাসুক অজানায়..
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে।
মূল্য কি জীবনের কিসে মন সুখ পায়
কোন সুখে জীবনের মানে রোজ বদলায়,
চোখ ঢাকে কুয়াশায় পাড়ি তবু অজানায়
মুখমুখি নিজেকেও চেনা যে বড় দায়।
জমে থাকা কুয়াশার ভিড় সরিয়ে
ডানায় আসে ভোর …
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে,
প্রতিটা ভোর স্বপ্ন আঁকে
বয়ে চলা নদীর বুকে ..
হাসছে ভোরের আকাশ
প্রথম রবি কিরণে . .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply