Endurance is one of the most difficult disciplines, but it is to the one who endures that the final victory comes.

— Buddha

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়

https://youtu.be/5yhaj8LT-Zk?list=TLPQMDkwNDIwMjKvznhy6tzwrA
26. Onek Sadher Moyna – Bashir Ahmed

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে
বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে
চিনেছিলাম দুজনারে কত আপন করে
মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।

Onek Sadher Moyna lyrics- Bashir Ahmed

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply