প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে?
উত্তর: ৩৯৭ বার। (সূত্র : সংস্কৃতি প্রতিমন্ত্রী ২৯ জুন ২০২১)
প্রশ্ন : জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-৫ নভেম্বর ২০২১।
প্রশ্ন : ২৯ জুন ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয়? উত্তর: : ৪৬.০৮২ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ই-গেট উদ্বোধন করা হয় কবে?
উত্তর: : ৩০ জুন ২০২১।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কী?
উত্তর : বাংলাদেশি গিটারফিশ।
প্রশ্ন : ২২ জুন ২০২১ সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উত্তর: : সুলতানা খান।
প্রশ্ন : ১ জুলাই ২০২১ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যােগ দেন কে?
উত্তর: অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।
প্রশ্ন : ২৩ জুন ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমােদন দেয়?
উত্তর: বেক্সিমকো লিমিটেডকে।
প্রশ্ন : বর্তমানে দেশে বনের পরিমাণ কত?
উত্তর: প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের মােট আয়তনের ১৫.৫৮%।
প্রশ্ন : করােনা মােকাবিলায় সরকার ঘােষিত মােট প্রণােদনা প্যাকেজ কতটি?
উত্তর: ২৮টি। [১৩ জুলাই ২০২১ ঘােষিত নতুন ৫টি সহ]
প্রশ্ন : করােনা প্রতিরােধী স্প্রে ‘ভলটিক’-এর উদ্ভাবক কে?
উত্তর: বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম।
প্রশ্ন : অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয়; প্রথম ভারত।
আন্তর্জাতিক
প্রশ্ন : বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাটি কোন দেশে অবস্থিত?
উত্তর: তাজিকিস্তানে |
প্রশ্ন : আধুনিক ভাষাতত্ত্বের জনক কে?
উত্তর: নােয়াম চমস্কি (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে?
উত্তর: সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ।
প্রশ্ন : ২৮ জুন ২০২১ ভারত কোন পারমাণবিক ক্ষেপণাত্রের সফল পরীক্ষা চালায়?
উত্তর: Agni-P বা Agni-Prime।
প্রশ্ন : ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কী?
উত্তর: INS Vikrant।
প্রশ্ন : চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে?
উত্তর: ২৫ জুন ২০২১।
প্রশ্ন : জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্ৰ আমাকা (Atmaca) কোন দেশের তৈরি?
উত্তর: তুরস্কের।
প্রশ্ন : ২৯ জুন ২০২১ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : ‘ঋণ-ফাঁদ কূটনীতি কী?
উত্তর: চীনা ঋণ নিয়ে তা পরিশােধ করতে গিয়ে অর্থনৈতিক চাপে পড়েছে। অনেক দেশ। কূটনীতিক পরিভাষায় চীনের এ নীতিকে বলা হচ্ছে ‘ঋণফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)।
প্রশ্ন : চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি?
উত্তর: তথ্যপ্রযুক্তি।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
প্রশ্ন : ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৫৩তম।
প্রশ্ন : ২০২১ সালের Mercer-এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর : আশখাবাদ, তুর্কমেনিস্তান; কম ব্যয়বহুল শহর বিশকেক, কিরগিজস্তান।
প্রশ্ন : ২০২১ সালের Mercer-এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: ৪০তম।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ১৭তম ইউরাে কবে, কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৪ জুন-১৪ জুলাই ২০২৪; জার্মানি।
প্রশ্ন : ৪৮তম কোপা আমেরিকা কবে, কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০ জুন-১২ জুলাই ২০২৪; ইকুয়েডর।
প্রশ্ন : সপ্তম টি২০ বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৭ অক্টোবর-১৪ নভেম্বর ২০২১; সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন : ২১ জুন ২০২১ টেস্ট ক্রিকেটে ৪২তম বােলার হিসেবে ৪৬তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: কেশব মহারাজ (দ. আফ্রিকা)।
কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক প্রশ্নোত্তর
বাংলাদেশ
প্রশ্ন বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?
উত্তর : ৭টি।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) বিজ্ঞানীরা চতুর্থ প্রজন্মের কোন রুই মাছ উদ্ভাবন করেন?
উত্তর সুবর্ণ রুই।
প্রশ্ন : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলােকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর : ভাঙ্গা, ফরিদপুর।
প্রশ্ন : ২৩ মে ২০২১ বাংলাদেশ ব্যাংক সােয়াপের আওতায় কোন দেশকে ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়?
উত্তর : শ্রীলংকাকে।
প্রশ্ন : ৬ জুন ২০২১ কতজন ব্যক্তির বীরত্বসূচক খেতাব বাতিল করা হয়?
উত্তর : ৪ জন।
প্রশ্ন : বর্তমানে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪১৬ জন।
প্রশ্ন : বর্তমানে বীর মুক্তিযােদ্ধাদের মাসিক সম্মানী কত টাকা?
উত্তর : ২০,০০০ টাকা; ১ জুলাই ২০২১ থেকে এ সম্মানী কার্যকর হয়।
প্রশ্ন : ডাক ভবনের স্থাপত্য নকশা করেন ক?
উত্তর : স্থপতি কৌশিক বিশ্বাস।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের জিডিপি’র প্রবৃদ্ধি (প্রক্ষেপণ) কত?
উত্তর : ৭.২%।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের মূল্যস্ফীতি (বার্ষিক গড়) (প্রক্ষেপণ) কত?
উত্তর : ৫.৩%।
প্রশ্ন : ২৭ মে ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত জন শ্হিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে?
উত্তর : ১৮৯ জন।
প্রশ্ন : ‘কারাগারের রােজনামচা’র ফরাসি ভাষার অনুবাদক কে?
উত্তর : অধ্যাপক ফিলিপে বেনােয়া।
প্রশ্ন : বর্তমানে দেশে প্রকাশিত পত্রিকার সংখ্যা কতটি?
উত্তর : ৩,২২২টি।
প্রশ্ন : বেসরকারি খাতে অনুমােদন পাওয়া টেলিভিশন চ্যানেলের সংখ্যা কতটি?
উত্তর : ৪৫টি।
প্রশ্ন : বেসরকারি খাতে অনুমােদন পাওয়া এফএম রেডিওর সংখ্যা কতটি?
উত্তর : ২৭টি।
প্রশ্ন : বর্তমানে অনুমােদন পাওয়া কমিউনিটি রেডিওর সংখ্যা কতটি?
উত্তর : ৩১টি।
প্রশ্ন : সুন্দরবনে কত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়?
উত্তর : ৩৩৪ প্রজাতি। এছাড়া ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড এবং ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী পাওয়া যায়।
আন্তর্জাতিক
প্রশ্ন : ১৬ জুন ২০২১ রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোথায় বৈঠক করেন?
উত্তর : সুইজারল্যান্ডের জেনেভায়। প্রশ্ন : ২৪, মে ২০২১ এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তর : চীনের নাগরিক ঝাং হং।
প্রশ্ন চীন সরকার তিন সন্তান নীতি কবে ঘােষণ করে?
উত্তর: ৩১ মে ২০২১।
প্রশ্ন : ২০২১ সালে প্রথমবারের মতাে মানবদেহে HION3 বার্ড ফু শনাক্ত হয় কোথায়?
উত্তর: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশে। প্রশ্ন : মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম প্রজন্মের অন্ত্র এস-৫০০ মিসাইল কোন দেশের?
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : ৭ জুন ২০২১ কোন দেশ উন্নুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন : ২৮ মে ২০২১ তুরস্কের ইন্তানবুলের তাকসিম স্কয়ারে উদ্বোধন করা মসজিদের নাম কী?
উত্তর : তাকসিম মসজিদ।
প্রশ্ন : ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরের প্রথম নারী পরিচালক কে?
উত্তর : লরেন্স দে কার্স। ১ সেপ্টেম্বর ২০২১ তিনি এ পদে দায়িত্বগ্রহণ করবেন।
প্রশ্ন : ১৭ জুন ২০২১ কানাডার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়ােগ পান কে?
উত্তর : মাহমুদ জামাল। প্রশ্ন : ecocide কী?
উত্তর : ইচ্ছাকৃত বা অবহেলার কারণে পরিবেশ, প্রতিবেশ ধ্বংস করাই হলাে ecocide ।
প্রশ্ন : ইরানের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর : ইব্রাহিম রাইসি।
প্রশ্ন : ১৩তম আসেম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২৫-২৬ নভেম্বর ২০২১; নমপেন, কম্বেডিয়া।
প্রশ্ন : ৩১তম NATO শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৪ জুন ২০২১; ব্রাসেলস, বেলজিয়াম। প্রশ্ন : C-7 শীর্ষ সম্মেলন কবে, অনুষ্ঠিত হয়?
উত্তর : ১১-১৩ জুন ২০২১: কর্নওয়াল, যুক্তরাজ্য।
কোথায় করােনার টিকা
প্রশ্ন : বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এ পর্যন্ত কয়টি করােনা টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমােদন দেয়?
উত্তর : ৬টি।
প্রশ্ন : ১৫ জুন ২০২১ ঔষধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার জরুরি ব্যবহারের অনুমােদন দেয়?
উত্তর : জনসনের এক ডােজের টিকা।
প্রশ্ন : ১৪ জুন ২০২১ ইরান করােনা মহামারি মােকাবিলায় নিজেদের তৈরি কোন টিকার জরুরি ব্যবহারের অনুমােদন দেয়?
উত্তর: COVIran Barakat I
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ২০২১ সালে বাংলাদেশে প্রথমবারের মতাে কোন খেলাটির প্রচলন হয়?
উত্তর: ডজবল (Dodgeball)
প্রশ্ন : ২০২১ সালের ফরাসি ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তর : পুরুষ: নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী : বারবরা ক্রেইসিকোভা (চেক প্রজাতন্ত্র)।
প্রশ্ন : ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: ১৪টি।
প্রশ্ন : ২০২৪ সাল থেকে টি২০ বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর : ২০টি।
পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে ?
উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর
🕳️ শেষ ৪১ তম স্প্যানটি বসানো হয় কোথায় ?
উত্তরঃ ১২ ও ১৩ নম্বর খুটির উপরে
🕳️ সেতুর মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৯.৩০ কি.মি .(৩. ১৫ কি.মি . সংযোগ সড়কসহ)
🕳️ শুধু সেতুটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬ .১৫ কি.মি .
🕳️ প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ১৫০ মিটার।
🕳️ প্রকল্পের সার্বিক অগ্রগতি কতভাগ?
উত্তরঃ ৮২.৫%
🕳️ সংযোগকারি স্থানসমূহ কি কি ?
উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া এবং শরিয়তপুরের জাজিরা।
🕳️ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে কবে?
উত্তরঃ ২০২১ সালের ডিসেম্বরে।
🕳️ ৪১ তম স্প্যান বসে কবে ?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০
🕳️ মোট স্প্যান কতটি ?🕳️ ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে কতদিন?
উত্তরঃ ৩ বছর ২ মাস ১০ দিন।
🕳️ প্রথম স্প্যানটি বসানো হয় কোথায়?
উত্তরঃ ৩৭ ও ৩৮ নম্বর খুটির\/পিলারের উপর
🕳️ সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে?
উত্তরঃ মোট ২৯ টি জেলার সাথে ,দক্ষিন ও দক্ষিন পশ্চিমের ২১ টি জেলার সাথে।
🕳️ মোট পিলার কতটি ?
উত্তরঃ ৪২ টি
পদ্মা সেতু নিয়ে আরো কিছু তথ্য:
পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
◼️ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
◼️ পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিলো – ২০১৪ সালের ডিসেম্বরে
◼️ প্রতিটি স্প্যানের ওজন -৩২০০ টন
◼️ পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
◼️ পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় যে দিবসে-বিশ্ব মানবাধিকার দিবস
◼️ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
◼️ পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’।
◼️ এর আগে দীর্ঘতম সড়ক সেতু ছিলো-যমুনা সেতু
◼️ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু -হার্ডিঞ্জ ব্রিজ
◼️ পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে (যা বিশ্বে প্রথম)।
◼️ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড।
◼️ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
◼️ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট।
◼️ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
◼️ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু-পদ্মা সেতু
◼️ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার।
◼️ পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি, স্প্যান ৪১টি।
◼️ প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।
◼️ নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু-পদ্মা সেতু
◼️ পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
◼️ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
◼️ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।
◼️ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে ২০২১ সালের ডিসেম্বরে।
◼️ পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
◼️ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।