ডাকে পাখি খোল আঁখি
দেখ সোনালী আকাশ
বহে ভোরের বাতাস ।।
ফুলে ফুলে ওই দোলে প্রজাপতি দোলে
নেচে নেচে ওই চলে বেলা বেড়ে চলে
আলসেতে তবু কেন ঘুমের বিলাস
বহে ভোরের বাতাস।।
রোমে রোমে আজ লাগে প্রভাতীয়া লাগে
রাগে রঙ্গে তার জাগে পৃথিবীটা জাগে
চারিদিকে ফোটে যেন প্রানের প্রকাশ
বহে ভোরের বাতাস ।।
শিল্পীঃ হৈমন্তি শুক্লা
অ্যালবামঃ প্রতিরোধ
dake pakhi kholo akhi lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1