চোখেরই জলে ভাসাবো বলে
কত না কেঁদেছি গোপনে
তোমারই ছায়া সরাবো বলে
কতনা ভেবেছি বিজনে
হলো না তবু
হলো না পাওয়া
আরো বেশী বাসা বাঁধো মনে
বুক ভেঙে যায় যত ভুলে যেতে চাই
পারি না তো সহজে প্রেম মনে হয়
বানানো ঘুড়ি নয় ছেড়ার কোন কাগজে
রাত কেটে যায় সাদাকালো ভাবনায়
বন্ধু তুমি ভাবো কি এই দুটি হাত
কখনো কি সারারাত
ফিরে তুমি পাবে কি? ………….
বাপ্পা মজুমদার
chokeri jole bhasabo bole lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1