Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

তুমি খাঁচা হলে আমি হব পাখি

তুমি খাঁচা হলে আমি হব পাখি
সারাদিন বসে দ্বারে তোমারই নাম ধরে
করে যাবো ডাকা ডাকি…
তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি ফুল হলে আমি হব মৌমাছি
মধু আর মাধুরীর রব কাছা কাছি
গুন গুন গানে হবে যতো কথা বাকি..
তুমি খাঁচা হলে আমি হব পাখি

তুমি মেঘ হলে আমি রামধনু হয়ে
থাকবো তোমার ঐ হৃদয় ছুঁয়ে
কতো রাগে অনুরাগে হবে মাখা মাখি..
তুমি খাঁচা হলে আমি হব পাখি

আমি হবো নাও তুমি নদী হলে
ভেসে যাবো অজানায় দেবো পাল তুলে
আমি হবো নাও তুমি নদী হলে

ভেসে যাবো অজানায় দেবো পাল তুলে
তুমি যদি সুরা হও আমি হবো সাকি..
তুমি খাঁচা হলে আমি হব পাখি

সারাদিন বসে দ্বারে তোমারই নাম ধরে
করে যাবো ডাকা ডাকি…
তুমি খাঁচা হলে আমি হব পাখি

tumi khacha hole ami hobo pakhi lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply