মনটা আমার ভীষণ খারাপ
চার দেয়ালে বন্দী,
ইচ্ছে নেই আর করতে নতুন
ভালো থাকার সন্ধি।।
আমার আমি যেমন আছি
তেমন আছি ভালো,
তোমাদের রঙ অনেক রঙিন
আমার প্রিয় কালো।।
স্বপ্ন এসে এ দু’চোখে তারায় করে খেলা
সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা।।
একলা থাকার একলা আমি একলা ভালো থাকি
মন খারাপের সময় গুলো নিজের কাছেই রাখি,
একলা একা একলা আমি একলা ভালো থাকি
মন খারাপের সময় গুলো নিজের কাছে রাখি।
মনটা আমার ভীষণ খারাপ
চার দেয়ালে বন্দী,
ইচ্ছে নেই আর করতে নতুন
ভাল থাকার সন্ধি।।
আমার আমি যেমন আছি
তেমন আছি ভালো,
তোমাদের রঙ অনেক রঙ্গীন
আমার প্রিয় কালো।
monta amar bhishon kharap lyrics
What’s your Reaction?
+1
3
+1
+1
+1
+1
+1
+1