সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো।

— গৌতম বুদ্ধ

নিমের দোতরা তুই মোরে

Bhawaiya – Nimer Dotora Tui More (Ferdausi Rahman)

ভাওয়াইয়া গান – নিমের দোতরা তুই মোরে (ফেরদৌসী রহমান)

নিমের দোতরা তুই মোরে ।।

নিম কাঠের দোতরা রে তুই নিমা শ্যামের মত
ওরে ঝিলিমিলি সুরের গৌরপ লাগে না তোর অন্তরে ।।

নিমের সর্বঅঙ্গ তিতা সবে দেখ খাইয়া
ওরে সেইনা তিতায় মিষ্ট এমন কিসের পরশ পাইয়া রে ।।

আকুল মনে সাধ করিয়া তরে নিলাম হাতে
ওরে তোমার সুরে সুর মিলায়া চলছি সাথে সাথে রে ।।

সুরে তোমার মধু ঝরে রঙ ধরে মোর মনে
ওরে শুকনা গাঙ্গে বন্যা জাগে তোমার সে সুর শুনে রে ।।

নিমের দোতরা রে তুই সুন্দরও তর হিয়া
ওরে দুঃখের দিনে তুমি মোরে যাইয়না ছাড়িয়া রে ।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply