The future belongs to those who believe in the beauty of their dreams.

— Eleanor Roosevelt

শূন্য এ বুকে পাখি মোর

শূন্য এ বুকে পাখি মোর
Shunya E Buke Pakhi Mor
ছায়াছবি: আগমন (১৯৮৮)
ছায়ানট-একতাল
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
কণ্ঠ: হৈমন্তী শুক্লা
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়!
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
[তুই নাই ব’লে ওরে উন্মাদ
পাণ্ডুর হ’ল আকাশের চাঁদ]-২
গিরি নদী-জল করুণ-বিষাদ,
ডাকে “আয় তীরে আয়!”
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু,ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধূলায়!
[তুই ফিরে এলে,ওরে চঞ্চল
আবার ফুটিবে বনে ফুল-দল]-২
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply