In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

আমার বন্ধুরে কই পাবো সখি গো

Shah Abdul Karim – Amar Bondhu Re Koi Pabo Shokhi Go (Kala Miah)

শাহ আব্দুল করিম – আমার বন্ধুরে কই পাবো সখি গো (কালা মিয়া)

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

কী আগুন জ্বালাইলো বন্ধে গো
সখি নিভাইলে নিভে না
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

বাউল আব্দুল করিম বলে গো
সখি অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাঁচিনা

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না?
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা …

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply