প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

খোদে খোদা আল্লাহ রাধা

Monomohan Dutta (Moloya Sangeet) – Khode Khoda Allah Radha

খোদে খোদা আল্লাহ রাধা
দোস্ত মোহাম্মদ।
অজুদে মজুদ সাইঁ
দমে কিয়ামত।
কোরানে কয় নামাজ রোজা
বেহেস্তে যাওয়ার
রাস্তা সোজা।
হযরত কয় লামাও বোঝা
করে খেদমত।
সরিয়তে করে সন্দি ,
তরিকতে বুঝ ফন্দি,
হাকিকতে ইমান বান্ধি

মনমোহন দত্ত (মলয়া সংগীত) – খোদে খোদা আল্লাহ রাধা

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply