তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

— কাজী নজরুল ইসলাম

কী করে বোঝাই তোমাকে

তবুও তোমার ঘরে পড়েনিকো আলো?
দূর থেকে মনে হলো বিদ্যুৎ চমকালো!
অভিমান আঁধার হয়ে আছে
দৃষ্টি তাই সংকুচিত দ্যাখোনি দূরে কাছে।
অনেক কাকের ভিড়ে আমিও নেমেছি
হৃদয় রেখেছি তোমার হৃদয়ের কাছে।
বোধের প্রদীপ জ্বেলে আলো হোক ঘর
আলোফুলে আরতি হবে প্রেমের সংসার।
দু এক কলি ভুলে যাওয়া গান
ফিরে আসবে আবার আমাদের সন্তান।
সম্পর্ক মরে না কখনও নীরবতাও তা জানে
বিচ্ছেদ বড় অসহিষ্ণু বৃথা তর্কে শুধু খোঁজে মানে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply