Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

তোমাদের সুখের এই নীড়ে

তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে]-২
তোমাদের সুখের এই নীড়ে
আজ এই আসরে বন্ধু
আমি শেষ গান শুনিয়ে যাবো
অশ্রু লুকিয়ে বন্ধু
আমি স্বপ্নে রাঙিয়ে দেবো
এই প্রেম কেঁদে যাক বন্ধু
আমার হৃদয় ঘিরে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে।
দুঃখ করি না বন্ধু
আমি ঝঞ্ঝার আকাশে পাখি
দীর্ঘ নিঃশ্বাসে বন্ধু
আমি ক্রান্তির ঠিকানা রাখি
এই নাম ভুলে যেও বন্ধু
হাজার নামের ভিড়ে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে
আমাকে খোঁজো না বন্ধু
আমি তো চলেছি ধীরে
তোমাদের সুখের এই নীড়ে।

তোমাদের সুখের এই নীড়ে
Tomader Sukher Ei Nire lyrics
ছায়াছবি: আলো তুমি আলেয়া (১৯৭৫)
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর: সুবল দাস
কণ্ঠ: সৈয়দ আব্দুল হাদী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply