The root of suffering is attachment.

— Buddha

আশ্চর্য ঘাতক

আজ শুধু অসহ্যের সঙ্গে সহবাস
দিনান্তের দিকে যেতে যেতে
হারিয়ে গেল আমাদের তরুণ অভিলাষ
খণ্ড খণ্ড মাধুকরী জ্ঞান শস্যকণা
যা কিছু সম্বল ছিল খরচ করেছি
আজ শুধু তেতো মুখ,অমৃত ভাষণের কিছুই রোচে না
বিশ্বাসের বাতায়নে নেমেছে অন্ধ আবেগ
আজ আর ছুঁতে ইচ্ছে করে না তাকে
অন্তর্দাহ নিরন্তর দিয়ে যাচ্ছে সেঁক

সান্ত্বনাদের বিয়ে হয়ে গেছে বলে এ শহর ফাঁকা
অশান্তির কারবারিরা ব্যবসা পেতেছে
মৃত আকাঙ্ক্ষাদের শুধু মনে মনে ডাকা
প্রাচীন তরবারি ব্যবহৃত হতে হতে আজ পলাতক
কেবল ইন্দ্রিয়গত তার কার্যক্রমের সীমানা
মনুষ্যেতর এই সহবাসে সেও দেখি আশ্চর্য ঘাতক!

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply