প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি

আমার হাত বান্ধিবি পা বান্ধিবি
Amar Haat Bandhibi Paa Bandhibi
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: সাহানা বাজপেয়ী
[আমার হাত বান্ধিবি,পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি,মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?]-২
[আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল,
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল]-২
আমার ইচ্ছা বান্ধিবি,সোহাগ বান্ধিবি
অনুরাগ বান্ধিবি কেমনে?
আমার হাত বান্ধিবি,পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি,মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?
[আমি না দিলাম কুলেতে কালি
কলঙ্কেরি জ্বালা,
না হয় হইলো শ্যামেরই
অঙ্গেরই মালা]-২
[আমার ঘর বান্ধিবি,পথ বান্ধিবি
কপাল বান্ধিবি কেমনে?]-২
আমার হাত বান্ধিবি,পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
[আমার চোখ বান্ধিবি,মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?]-৩

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply