You only live once, but if you do it right, once is enough.

— Mae West

দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে

দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই
রংধনুকে চায়

ঝরাপাতা উড়ে তাকে ছুয়ে বলে যা যারে
এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গায় হাত বোলায়
রংধনুকে চায়

আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে
কিছুতেই তার কাছে ধরা দেয় না না না
তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে
ভিজে হাওয়ায় পাখিরা
রংধনুকে চায়

জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা
তোর কাছে আসবে গান
তোর কাছে যাবে
যারা হারায় রূপকথায়
রংধনুকে চায়

dekhecho ki take lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply