সুয়া চান পাখি আমার ,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি ।।
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি
আজি কেন হইলে নীরব মেল দুটি আঁখি রে পাখি ,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি ।।
বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি ,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি ।।
তোমার আমার এই পিরীতি চন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে বুঝলামনা চালাকি ,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি ।।
sua chan pakhi lyrics
ami daki tachi tumi lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1