অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

নকশি তুমি জীবন্ত

ছবি আমি তোমাকে ভালবাসি। কারন, শুধু তুমি আমার স্মৃতি বহন করে চলেছো ।।

গীতি আমি তোমাকে ভালবাসি। কারন , তুমি আমার মন খারাপ এর দিন আমাকে খুশি করার চেষ্টা করেছি ।।

নকশি তুমি কোনো এত সুন্দর ।। যেন মনে হয় তুমি জীবন্ত ।।

Chowdhury Anni

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply