নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন

তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন?
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ।

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিবো,
আমি সঁইপা দিবো আমার মনও-প্রাণ।
তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন?

দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে,
আমি পাইতাছি পিরিতির ফাল।
তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন?

যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে,
দয়াল, সেইরকম উড়াইলা আমার প্রাণ।
তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন?

তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ।
তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন?

পরান ফকির – তু্মি কোনবা দেশে রইলারে দয়াল চাঁন

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply