Only from the heart can you touch the sky.

হৃদয়ের গান শিখেতো গায়গো সবাই

হৃদয়ের গান শিখেতো গায়গো সবাই

ক’জনা হৃদয় দিয়ে গাইতে জানে

নয়নে কাজল সে তো সবাই পরে

কজনা তোমার মতো চাইতে জানে

হৃদয়ের গান শিখেতো গায়গো সবাই

কতোনা রঙ বাহারী ফুলের মায়ায়

খোঁপাটি বাহার করে সবাই সাজায়

কতোনা রঙ বাহারী ফুলের মায়ায়

খোঁপাটি বাহার করে সবাই সাজায়

জুঁই ফুল এমন করে এলো খোঁপায়

ক’জনা তোমার মতো ছাইতে জানে

হৃদয়ের গান শিখেতো গায়গো সবাই

কাহিনী গল্প গাঁথা কতো কি কয় সকলে

এভাবে মনের কথা বলোনা আর কে বলে…?

কাহিনী গল্প গাঁথা কতো কি কয় সকলে

এভাবে মনের কথা বলোনা আর কে বলে…?

সবারই জীবনে প্রেম হয়তো আসে

জানিনা এমন ভালো আর কে বাসে

সবারই জীবনে প্রেম হয়তো আসে

জানিনা এমন ভালো আর কে বাসে

স্বপনের সোনার তরী কূল হারিয়ে

ক’জনা তোমার মতো বাইতে জানে

হৃদয়ের গান শিখেতো গায়গো সবাই

ক’জনা হৃদয় দিয়ে গাইতে জানে

নয়নে কাজল সে তো সবাই পরে

কজনা তোমার মতো চাইতে জানে

হৃদয়ের গান শিখেতো গায়গো সবাই ।

hridoyer gaan shikhe to lyrics manna dey

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply