“Be yourself; everyone else is already taken.”

— ― Oscar Wilde

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই
একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।।
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ,
ডুইবা গেলেই ভুস।।
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম,
নিইভ্যা গেলেই ফুস।।
শিরোনামঃ হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
Title: Hayre Manush Rongin Fanus
শিল্পী : এন্ড্রু কিশোর
Singer: Andraw Kishor
গীতিকার : সৈয়দ শামসুল হক
Lyricist: Sayed Shamsul Haque
সুরকার : আলম খান
Tuner: Alom Khan

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply