If you look at what you have in life, you’ll always have more. If you look at what you don’t have in life, you’ll never have enough.

— Oprah Winfrey

তুমি যে আমার কবিতা

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা
আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা
তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি
তুমি যে আমার কবিতা
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথেরও বাঁকে
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথেরও বাঁকে
তুমি যে আমার বলব আবার
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা
আমার বাঁশীরও রাগিনী
আমারও স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা

tumi je amar kobita lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply